সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

২১ ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিলাম


শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিলাম...
পথ আগলে দাঁড়ালো রফিক, সালাম, বরকত, জব্বার ও শফীউল...

হাতে ফুল নিয়া কই যান ভাইজান..??
আমি:- জ্বী ভাই, শহীদ মিনারে যাচ্ছি...
সালাম:- ফুল দিয়ে কি হবে ভাই..??
আমি:- না মানে আপনাদের স্বরণ করবো...
আপনাদের আত্বা শান্তি পাবে..!!
বরকত:- হা হা হা হাসাইলা মোরে...
কোরআন, হাদীসের কোথাও লেখা
আছে ফুল দিলে আত্বার শান্তি হয়..??
কখনো আমাদের কারো কবর
জিয়ারত করছো.??
কখনো আমাদের জন্য দু'রাকআত
নামাজ পড়ে দোয়া করছো..??
আমি:- না ভাই...
রফিক:- হুম! আচ্ছা প্রতি বছর এভাবে
কতো টাকার ফুল দাও..??
আমি:- না মানে,কোটি টাকার ও বেশি
হবে হয়ত...
শফীউর:- আচ্ছা আমার মা যে
চিকিৎসার অভাবে মারা গেছে সে
খোজ খবর কেউ নিয়েছো.??
সালাম:- আমার আত্বীয় স্বজনরা যে
রিকসা চালিয়ে দিন মুজুরি করে জীবিকা
নির্বাহ করে, তার কি কোন খবর
কেউ রেখেছো..??
,
আমি:- না মানে ভাই, জীবন তো
দিছেন আপনারা, আপনাদের আত্বীয়
স্বজনরা তো আর জীবন দেয় নাই..!!
তাদের খোজ কেনো করবো..??
বরকত:- যুদ্ধ তো করছে মুক্তিযোদ্ধারা,
তাহলে তাদের নাতী পুতিরা কেনো
এতো সুযোগ সুবিধা পায়..??
শফিউর:- বাদ দেও তো বরকত!!
ওদের বেশি কিছু বইলো না...
বেশি উস্কালে নতুন প্রজন্মের
মুক্তিযোদ্ধাদের মতো
নতুন প্রজন্মের ভাষা সৈনিক নামে
ওরা আরেকটা পার্টি বানাবে..!!
.
[-মনটা খারাপ হয়ে গেলো... আর ফুল
দেওয়া হলোনা-]…

.
উপরোল্লিখিত ঘটনাটি কাল্পনিক হলেও
মৃত ব্যক্তির আত্বা তাদের মাগফিরাতই
কামনা চায়...
এই সব ফুলের শুভেচ্ছা তাদের কাজে
আসে না...
আসুন মুক্তিযোদ্ধাদের আত্বার
মাগফিরাত কামনা করি..!!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উপদেশ মূলক কিছু কথা বা sms এই লেখা গুলি হয়তো তুমার জীবনকে বদলে দিতে পারে

 এই  লেখা গুলি হয়তো তুমার জীবনকে বদলে দিতে পারে  ✅✔✅✔✅✔✅✔💥 ♠♠♠ সাফল্যের ৩টি শর্তঃ – অন্যের থেকে বেশী জানুন! – অন্যের থেকে বেশী কাজ করুন! – অন্যের থেকে কম আশা করুন! —————————————————————- উইলিয়াম শেক্সপিয়ার। ♠♠♠ আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায় —————————————————————- শেকসপীয়ার। ♠♠♠ চন্দ্রের যা কলঙ্ক সেটা কেবল মুখের উপরে, তার জ্যোৎস্নায় কোনো দাগ পড়ে না। —————————————————————- রবি ঠাকুর। ♠♠♠ ”মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন, কতো ভয়ানক তা একমাত্র ভুক্তভুগিই অনুভব করতে পারে” —————————————————————- কাজী নজরুল ইসলাম। ♠♠♠ বিশ্বাস করুন,আমি কবি হতে আসিনি,আমি নেতা হতে আসি নি-আমি প্রেম দিতে এসেছিলাম,প্রেম পেতে এসেছিলাম-সে প্রেম পেলামনা বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চির দিনের জন্য বিদায় নিলাম। —————————————————————- কাজী নজরুল ইসলাম। ♠♠♠ জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না। —————————————————————- জন ডব্লু গার্ডনার। ♠♠♠ ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন

ধাঁধা, কঠিন ধাঁধা জোকস

1 = কী এমন জিনিস যা শব্দ হলেই ভেঙে যায় ? 2= কী এমন জিনিস যা এক কোণায় বসে সারা পৃথিবী ঘুরে বেড়ায়? 3= পারলে বলেনত দেখি – সাগরে জন্ম তার আকাশে উড়ে, পর্বতের কাছে মার খেয়ে কেঁদে কেঁদে মড়ে। এইটা কি? 4= কোন্ সে শয়তান, নাকে বসে ধরে কান। 5 = পারলে বলেনত দেখি – হাড় মট মট বাকলে দড়ি, তার পাতাতে হই তরকারী। এইটা কি? 6= তিন অক্ষরের নাম তার বিচি কলা খায় মধ্যের অক্ষর বাদ দিলে জলে উইড়া যায়। 7= পারলে বলেনত দেখি – কালিদাসের ছোট বেলার কথা, ৯০০০ তেতুল গাছে কয় হাজার পাতা। 8 = তোমার বউ তুমি গেলে দেয় না  কিন্তু আমি গেলে দেয়! 9= তিন অক্ষরের নাম মোর নাচতে পারি ভাল, শেষের অক্ষর বাদ দিলে মারতেও পারি ভালো 10=ধরতে গেলে পালিয়ে যায়, রুপার মত রঙ; তবুও রুপা নয় 1= ঘুম  2 = টিভি  3= মেঘ  4 = চশমা  5= পাট গাছ  6= বাদুড়  7= ১৮০০০ পাতা  8= ঘোমটা  9= লাটিম  10= চাঁদ  এইর

আল্লাহ্ এর 99 নাম ও তার ফজিলত

আল্লাহ্ এর 99 নাম ও তার ফজিলত 1 الله ● বাংলা উচ্চারণঃ আল্লাহ্ ● বাংলা অর্থঃ আল্লাহ্ ● ফজিলতঃ আপনি ১০০০ বার দৈনন্দিন আল্লাহর এই নাম পাঠ করেন, আল্লাহ্ আপনার হৃদয় থেকে সব সন্দেহ ও অনিশ্চয়তা সরিয়ে সংকল্প ও বিশ্বাসের ধীরে ধীরে প্রবেশ করান হবে। ইন শা-আল্লাহ। 2  الرَّحْمَنُ ● বাংলা উচ্চারণঃ আর-রহ'মান ● বাংলা অর্থঃ পরম দয়ালু ● ফজিলতঃ আপনি প্রতি নামায (প্রার্থনা) এর পর ১০০ বার দৈনন্দিন আল্লাহর এই নাম পাঠ করেন, আল্লাহ্ আপনার হৃদয় থেকে কঠিন নির্মমতা ও অবহেলার মুছে ফেলা হবে। ইন শা-আল্লাহ। 3  الرَّحِيمُ ● বাংলা উচ্চারণঃ আর-রহী'ম ● বাংলা অর্থঃ অতিশয়-মেহেরবান ● ফজিলতঃ আপনি প্রতি নামায (প্রার্থনা) পর ১০০ বার দৈনন্দিন আল্লাহর এই নাম পাঠ করেন, আল্লাহ্ সব বিপর্যয়ের এবং রোগ বিরুদ্ধে আপনাকে রক্ষা করবে। ইন শা-আল্লাহ। 4    الْمَلِكُ  ● বাংলা উচ্চারণঃ আল-মালিক ● বাংলা অর্থঃ সর্বকর্তৃত্বময়, সর্বাধিকারি ● ফজিলতঃ আপনি যাওয়াল (মধ্য দিনের সময় অবিলম্বে জোহর প্রার্থনা আগে) পরে যদি প্রতিদিন প্রচুর পরিমাণে আল্লাহর এই নাম পাঠ করেন,