শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিলাম...
পথ আগলে দাঁড়ালো রফিক, সালাম, বরকত, জব্বার ও শফীউল...
হাতে ফুল নিয়া কই যান ভাইজান..??
আমি:- জ্বী ভাই, শহীদ মিনারে যাচ্ছি...
সালাম:- ফুল দিয়ে কি হবে ভাই..??
আমি:- না মানে আপনাদের স্বরণ করবো...
আপনাদের আত্বা শান্তি পাবে..!!
বরকত:- হা হা হা হাসাইলা মোরে...
কোরআন, হাদীসের কোথাও লেখা
আছে ফুল দিলে আত্বার শান্তি হয়..??
কখনো আমাদের কারো কবর
জিয়ারত করছো.??
কখনো আমাদের জন্য দু'রাকআত
নামাজ পড়ে দোয়া করছো..??
আমি:- না ভাই...
রফিক:- হুম! আচ্ছা প্রতি বছর এভাবে
কতো টাকার ফুল দাও..??
আমি:- না মানে,কোটি টাকার ও বেশি
হবে হয়ত...
শফীউর:- আচ্ছা আমার মা যে
চিকিৎসার অভাবে মারা গেছে সে
খোজ খবর কেউ নিয়েছো.??
সালাম:- আমার আত্বীয় স্বজনরা যে
রিকসা চালিয়ে দিন মুজুরি করে জীবিকা
নির্বাহ করে, তার কি কোন খবর
কেউ রেখেছো..??
,
আমি:- না মানে ভাই, জীবন তো
দিছেন আপনারা, আপনাদের আত্বীয়
স্বজনরা তো আর জীবন দেয় নাই..!!
তাদের খোজ কেনো করবো..??
বরকত:- যুদ্ধ তো করছে মুক্তিযোদ্ধারা,
তাহলে তাদের নাতী পুতিরা কেনো
এতো সুযোগ সুবিধা পায়..??
শফিউর:- বাদ দেও তো বরকত!!
ওদের বেশি কিছু বইলো না...
বেশি উস্কালে নতুন প্রজন্মের
মুক্তিযোদ্ধাদের মতো
নতুন প্রজন্মের ভাষা সৈনিক নামে
ওরা আরেকটা পার্টি বানাবে..!!
.
[-মনটা খারাপ হয়ে গেলো... আর ফুল
দেওয়া হলোনা-]…
.
উপরোল্লিখিত ঘটনাটি কাল্পনিক হলেও
মৃত ব্যক্তির আত্বা তাদের মাগফিরাতই
কামনা চায়...
এই সব ফুলের শুভেচ্ছা তাদের কাজে
আসে না...
আসুন মুক্তিযোদ্ধাদের আত্বার
মাগফিরাত কামনা করি..!!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন