♠♠♠ সাফল্যের ৩টি শর্তঃ
– অন্যের থেকে বেশী জানুন!
– অন্যের থেকে বেশী কাজ করুন!
– অন্যের থেকে কম আশা করুন!
—————————————————————- উইলিয়াম শেক্সপিয়ার।
♠♠♠ আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়
—————————————————————- শেকসপীয়ার।
♠♠♠ চন্দ্রের যা কলঙ্ক সেটা কেবল মুখের উপরে, তার জ্যোৎস্নায় কোনো দাগ পড়ে না।
—————————————————————- রবি ঠাকুর।
♠♠♠ ”মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন,
কতো ভয়ানক তা একমাত্র ভুক্তভুগিই অনুভব করতে পারে”
—————————————————————- কাজী নজরুল ইসলাম।
♠♠♠ বিশ্বাস করুন,আমি কবি হতে আসিনি,আমি নেতা হতে আসি নি-আমি প্রেম দিতে এসেছিলাম,প্রেম পেতে এসেছিলাম-সে প্রেম পেলামনা বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চির দিনের জন্য বিদায় নিলাম।
—————————————————————- কাজী নজরুল ইসলাম।
♠♠♠ জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম,
যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না।
—————————————————————- জন ডব্লু গার্ডনার।
♠♠♠ ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানেনা …
মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয়
শুরু করে তারা তা নিজেও জানেনা ।
—————————————————————- সমরেশ মজুমদার ।
♠♠♠ বিরক্তিকর কোনো মানুষ ফ্রড হতে পারে না । পৃথিবী তে ফ্রড মাত্র ই ইন্টারেস্টিং ক্যারেক্টার হয় ।
—————————————————————- হুমায়ূন আহমেদ।
♠♠♠ প্রেম হয় শুধু দেখা ও চোখের
ভাল লাগা থেকে, রাগ থেকে
প্রেম হয়, ঘৃণা থেকে প্রেম
হয়, প্রেম হয়
অপমান থেকে, এমনকি প্রেম
হয় লজ্জা থেকেও। প্রেম
আসলে লুকিয়ে আছে মানবসম্প্রদায়ের
প্রতিটি ক্রোমসমে। একটু সুযোগ
পেলেই সে জেগে উঠে।
—————————————————————- হুমায়ূন আহমেদ।
♠♠♠ একজন সুন্দর, আকর্ষণীয় রমণীর পাশে ২ ঘণ্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে!! এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় ২ মিনিট হাঁটুন, মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন!!
—————————————————————- আলবার্ট আইনস্টাইন।
♠♠♠ আমি সবসময়ই পরীক্ষার বিরোধীতা করি। পরীক্ষা শিক্ষার্থীদের জানার আগ্রহকে মেরে ফেলে। শিক্ষার্থীর জীবনে কোন ভাবেই দুইটির বেশি পরীক্ষা দেওয়া উচিত নয়। আমি হলে শিক্ষার্থীদের জন্য সেমিনার আয়োজন করতাম। শিক্ষার্থীরা যদি মনোযোগ দিয়ে শুনতো তা হলেই আমি তাদের ডিপ্লোমা দিয়ে দিতাম।
—————————————————————-আইনস্টাইন।
♠♠♠ দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই।
—————————————————————-অ্যারিস্টটল।
♠♠♠ স্বপ্ন সেটা নয় , যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে
সপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না
—————————————————————- ডঃ এ.পি.জে.আব্দুল কালাম।
♠♠♠ আমি বিশ্বের সব ইহুদী মারতাম, কিন্তু কিছু ইহুদী বাঁচিয়ে রাখলাম যাতে পুরো বিশ্ব বুঝতে পারে যে কেন আমি তাদের মেরেছি”
—————————————————————- হিটলার।
♠♠♠ যখন তুমি মারা যাবা
তখন তোমার ব্যাংকে
যে পরিমান টাকা থাকবে
সেটা হল ওই টাকা
যা তুমি তোমার প্রয়োজনের চেয়ে
অতিরিক্ত কাজ করে আয় করেছ…..
—————————————————————- হিটলার।
♠♠♠ ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে,
কিন্তূ সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে |
—————————————————————- শেকসপীয়ার।
♠♠♠ মানুষ কে ঘৃনা করার অপরাধে অতীতে কাউকে কখনো মৃত্যুদন্ড দেয়া হয়নি। কিন্তু মানুষ কে ভালবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে !!
—————————————————————- হুমায়ুন আহমেদ।
♠♠♠ পাখি উড়ে গেলেও পলক
ফেলে যায় আর মানুষ
চলে গেলে ফেলে রেখে যায়
স্মৃতি ।
—————————————————————- হুমায়ূন আহমেদ।
♠♠♠ এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া
বেঁচে থাকাটা কষ্টকর
কিন্তু
অসম্ভব কিছু নয়।
কারো জন্য কারো জীবন
থেমে থাকে না,
জীবন তার মতই প্রবাহিত হবে।
তাই
যেটা ছিল না সেটা না পাওয়ায় থাক,
সব পেয়ে গেলে জীবনটাও
একঘেয়েমি হয়ে যায়।
মনে রেখো পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী।
—————————————————————-হুমায়ূন আহমেদ।
♠♠♠ পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে সমান সমান।
বিজ্ঞানের ভাষায়-Conservation of আনন্দ।
একজন কেউ চরম আনন্দ পেলে,অন্য জনকে চরম দুঃখ পেতে হবে।
—————————————————————- আজ হিমুর বিয়ে (হুমায়ূন আহমেদ)
♠♠♠ “কাউকে প্রচন্ডভাবে ভালবাসার
মধ্যে এক ধরনের
দুর্বলতা আছে।
নিজেকে তখন তুচ্ছ
এবং সামান্য মনে হয়।
এই ব্যাপারটা নিজেকে ছোট
করে দেয়।”
—————————————————————-হুমায়ূন আহমেদ (তিথির নীল তোয়ালে)
♠♠♠ “নিজের সার্টিফিকেট নিজেই দিও না।খেয়াল করে দেখ যে, সবাই তোমাকে কি ভাবে।তাদের কাছেই সার্টিফিকেট নাও।নিজের সমালোচনা করেই দেখ না,শুদ্ধ
হওয়া কঠিন কিছু না।”
—————————————————————- হুমায়ূন আহমেদ।
♠♠♠ লাইফে কিছু ফিল্মি ব্যাপার থাকার উচিত ছিল। এই যেমন কাউকে খুব মিস করছি আর সে বুঝে গেল ব্যাপারটা! মুখে বলা লাগলো না… এটা আসলে খুব পেইনফুল। মিসও করছি আবার বলতেও ইচ্ছা হচ্ছে না !
—————————————————————- হুমায়ূন আহমেদ।
♠♠♠ মেয়েদের তৃতীয় নয়ন থাকে।
এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে।
পুরুষের খারাপ দৃষ্টিও বুঝে।
মুরুব্বি কোন মানুষ মা- মা বলেপিঠে হাত বুলাচ্ছে – সেই স্পর্শ থেকেও
সে বুঝে ফেলে মা ডাকের অংশে ভেজাল কতটুকু আছে।
—————————————————————-হুমায়ূন আহমেদ।
♠♠♠ ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে,
কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে।
হয়ত খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে।
কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য।
তবে প্রেমে তারা পড়বেই…
—————————————————————- হুমায়ূন আহমেদ।
♠♠♠ যদি নাই বুঝতে পারি বেঁচে আছি
তবে জীবনের কি মূল্য ?
সব সময় নিজেকে বা অন্যকে
আনন্দে রেখে দেখই না…
বাহ্,
জীবনটাতো মন্দ নয়
—————————————————————- হুমায়ূন আহমেদ।
♠♠♠ আমার হারিয়ে ফেলার কেউ নেই,
কাজেই খুঁজে পাওয়ারও কেউ নেই,
আমি মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি, আবার খুঁজে পাই !”
—————————————————————- হুমায়ুন আহমেদ.।
♠♠♠ “যে ভালোবাসা না চাইতে পাওয়া যায়, তার প্রতি কোনো মোহ থাকে না।”
—————————————————————- আমার ছেলেবেলা (হুমায়ূন আহমেদ)
♠♠♠ মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অংক ।যতই দিন যাচ্ছে,ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি ।
—————————————————————- হুমায়ূন আহমেদ ।
♠♠♠ মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে। সে চায় তাঁকে খুঁজে বের করুক।
—————————————————————- হুমায়ূন আহমেদ।
♠♠♠ পৃথিবীতে এমন কোনো কাজ নেই
যা করলে জীবন ব্যার্থ হয়। জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যার্থ করা খুবই কঠিন…..”
—————————————————————- হুমায়ুন আহমেদ।
♠♠♠ “যদি আমার কাছে একটি গাছ কাটার জন্য ৮ ঘণ্টা সময় থাকে।।
তাহলে আমি কুড়াল ধার করার জন্য ৭ঘণ্টা ব্যায় করব”
—————————————————————- আব্রাহাম লিঙ্কন!!
♠♠♠ যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়,
তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে?
যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডোবায় নামতে দেন না,
কিভাবে সে সন্তান আটলান্টিক পাড়ি দিবে?”
—————————————————————- শেরে বাংলা এ. কে. ফজলুল হক।
♠♠♠ ছেলেদের জন্য পৃথিবীতে সব চাইতে মূল্যবান হল
মেয়েদের হাসি।
—————————————————————- হুমায়ূন আহমেদ।
♠♠♠ গার্লফ্রেন্ড বিহীন তরুনের পৃথিবীতে বেঁচে থাকা, ঘাসবিহীন মাঠে গরুর পায়চারির মত…
—————————————————————- হুমায়ুন আহমেদ
♠♠♠ তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা।
—————————————————————- হুমায়ূন আহমেদ।
♠♠♠ বেঁচে থাকার মত আনন্দ আর কিছুই নেই। কত অপূর্ব দৃশ্য চারিদিকে। মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায়, তখনি শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়।”
—————————————————————- হুমায়ূন আহমেদ।
♠♠♠ ভালবাসা কারো জন্য দীর্ঘ প্রক্রিয়া আবার কারো জন্য স্বল্প। কিন্তু কষ্ট দুটোতেই সমান।
—————————————————————- হুমায়ুন আহমেদ।
♠♠♠ মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটি খুব প্রয়োজন। অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক…
—————————————————————- হুমায়ূন আহমেদ।
♠♠♠ “জন্ম ও মৃত্যু দুটোই আশ্চর্য রকমের। দুটো স্মৃতি একান্তই নিজের। কারন এ দুটো কারো সাথেই শেয়ার করা যায় না।”
—————————————————————- হুমায়ুন আহমেদ।
♠♠♠ যে রাগের সঙ্গে সামান্যতম হলেও ভালবাসা মেশান থাকে, সেই রাগ মেয়েদের রূপ বাড়িয়ে দেয়……
—————————————————————- হুমায়ূন আহমেদ।
♠♠♠ যে ভালবাসা যত গোপন, সেই ভালবাসা তত গভীর…♥
—————————————————————- হুমায়ুন আহমেদ।
♠♠♠ বেফাঁস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয়।
—————————————————————- জর্জ হাবার্ট।
♠♠♠ শীতের কুয়াশার সে কোন অন্তিম পোচড়ের ফাঁকে-ফাঁকে বৃহস্পতি কালপুরুষ অভিজিৎ সিরিয়াস যেন লন্ঠন হাতে করে এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে কোন সুদূরযানের পথে চলেছে, কেমন একটা আশ্চর্য দূর পরলোকের নিক্কণ শোনা যায় যেন।
—————————————————————- জীবনানন্দ দাশ (মাল্যবান)
♠♠♠ বিয়ে একটি জুয়া খেলা – পুরুষ বাজী রাখে স্বাধীনতা আর নারী বাজী রাখে সুখ।
—————————————————————- মাদ সোয়াজেন।
♠♠♠ নিজেকে নিয়ন্ত্রণ কর
তারপর অন্যকে অনুশাসন কর
নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে
নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন …।
—————————————————————- গৌতম বুদ্ধ।
♠♠♠ দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে,
কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে
অবশ্যই তোমাকে তা কার সঙ্গে ভাগ করে নিতে হবে।
—————————————————————- মার্ক টোয়েন ।
♠♠♠ যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোন জিনিষ বুঝতে
পারার গৌরব করতে পারে।
—————————————————————- জে. বি. ইয়েটস।
♠♠♠ চালাকির দ্বারা কোন মহৎ কাজ হয় না !
—————————————————————- স্বামী বিবেকানন্দ।
♠♠♠ আলোতে একাকী হাটার চেয়ে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাটা উত্তম।
—————————————————————- হেলেন কিলার।
♠♠♠ যদি কোনো নারীর ফাসি হয়, ফাসিতে যাওয়ার আগেও
সে তার প্রসাধন ঠিক করার জন্য সময় চাইবে ।
—————————————————————- চেমফোর্ড ।
♠♠♠ শিক্ষকের জীবনের থেকে চোর,
চোরাচালানি, দারোগার জীবন
অনেক আকর্ষণীয়। এ সমাজ
শিক্ষক চায় না, চোর- চোরাচালানি-
দারো গা চায়।
—————————————————————- হুমায়ুন আজাদ।
♠♠♠ ”তৃতীয় বিশ্বে রাজনীতি করুণ হিংস্র এক প্রহসন;কোটি কোটি টাকা ব্যয়ে অভিনীত
হয়ে থাকে এ রাষ্ট্রীয় রঙ্গ নাট্য!”
—————————————————————- হুমায়ূন আজাদ।
♠♠♠ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই।
মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম।
—————————————————————- হুমায়ূন আজাদ।
♠♠♠ নষ্টদের কোন দল নেই। এরা স্বার্থের জন্য সকল পরিচয়েই পরিচিত হতে চায় যা তাদের স্বার্থের অনুকূলে যায়।
—————————————————————-নষ্ট আজাদ।
♠♠♠ যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে ‘তুমি কে’; কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন
সমগ্র দুনিয়া ভুলে যাবে ‘তুমি কে!”
—————————————————————- বিল গেটস।
♠♠♠ বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা।।
——————————————————-
আজ এখানে বিদায় আবার আসব নতুন কিছু নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহাফেজ
Super
উত্তরমুছুনভেরি বিউটিফুল
উত্তরমুছুন