1 = কী এমন জিনিস যা শব্দ হলেই ভেঙে যায় ?
2= কী এমন জিনিস যা এক কোণায় বসে সারা পৃথিবী ঘুরে বেড়ায়?
3= পারলে বলেনত দেখি – সাগরে জন্ম তার আকাশে উড়ে, পর্বতের কাছে মার খেয়ে কেঁদে কেঁদে মড়ে। এইটা কি?
4= কোন্ সে শয়তান,
নাকে বসে ধরে কান।
2= কী এমন জিনিস যা এক কোণায় বসে সারা পৃথিবী ঘুরে বেড়ায়?
3= পারলে বলেনত দেখি – সাগরে জন্ম তার আকাশে উড়ে, পর্বতের কাছে মার খেয়ে কেঁদে কেঁদে মড়ে। এইটা কি?
4= কোন্ সে শয়তান,
নাকে বসে ধরে কান।
5 = পারলে বলেনত দেখি – হাড় মট মট বাকলে দড়ি, তার পাতাতে হই তরকারী। এইটা কি?
6= তিন অক্ষরের নাম তার বিচি কলা খায়
মধ্যের অক্ষর বাদ দিলে জলে উইড়া যায়।
7= পারলে বলেনত দেখি – কালিদাসের ছোট বেলার কথা, ৯০০০ তেতুল গাছে কয় হাজার পাতা।
8 = তোমার বউ তুমি গেলে দেয় না
কিন্তু আমি গেলে দেয়!
9= তিন অক্ষরের নাম মোর নাচতে পারি ভাল,
শেষের অক্ষর বাদ দিলে মারতেও পারি ভালো
শেষের অক্ষর বাদ দিলে মারতেও পারি ভালো
10=ধরতে গেলে পালিয়ে যায়, রুপার
মত রঙ; তবুও রুপা নয়
1= ঘুম
2 = টিভি
3= মেঘ
4 = চশমা
5= পাট গাছ
6= বাদুড়
7= ১৮০০০ পাতা
8= ঘোমটা
9= লাটিম
10= চাঁদ
এইর
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন